কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচরে একটি ঘরে মা ও তার ৪ বছরের ছেলের মরদেহ পাওয়া গেছে।
মঙ্গলবার দিবাগত রাতে বজ্রপাতে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহতরা হলেন মাসুক মিয়ার স্ত্রী শুকতারা (২৪) ও তার শিশুপুত্র মাহিম।
স্থানীয়রা জানান, নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পুরাতন হাটি গ্রামের মাসুক মিয়া, তার স্ত্রী শুকতারা ও চার বছরের শিশুপুত্র মাহিম প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে ছিলেন। এরপর বুধবার সকালে শুকতারা ও তার শিশু পুত্রকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিকলী থানার ওসি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতে তাদের মৃত্যু হতে পারে বলে এলাকাবাসী ধারণা করছে।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৬/মাহবুব