কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিন ধরে মাদরাসা ছাত্রসহ দুই জনের সন্ধান পাওয়া যাচ্ছে না। এরা হলেন, মাদরাসা ছাত্র ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল মুন্নাফের ছেলে মেহেদী হাসান ইফতি (১৫) ও কনকাপৈত ইউনিয়নের কাগাইশ গ্রামের ইউনুছ শিকদারের ছেলে ইয়াহিয়া খাঁন মাসুদ (১৩)।
জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর মাদানিয়া মাদরাসার হিফ্জ বিভাগের ছাত্র মেহেদী হাসান ইফতি গত ১১ মার্চ শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও দীর্ঘদিনে তার সন্ধান পাওয়া যায়নি।
এদিকে গত ২৭ এপ্রিল সকালে ইয়াহিয়া খাঁন মাসুদ (১৩) কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। এদিকে নিখোঁজ হওয়া দুই জনের পিতাই চৌদ্দগ্রাম থানায় পৃথক সাধারণ ডায়েরী করেছেন।
কোন স্বহৃদয়বান ব্যক্তি ইফতি ও মাসুদের সন্ধান পেলে নিকটস্থ থানা বা ০১৭১৬৮৪৭৪৮৩ ও ০১৮১৯৪৩৪৭৪৫ নাম্বারে যোগাযোগ করতে উভয় পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-০১