মাদারীপুরের ডাসার থানার বালিগ্রাম ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নামক স্থানে বাসচাপায় আহাদ মোল্লা নাম এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রিজ নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আহাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আহাদ ডাসার থানার বালিগ্রাম ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মতিন মোল্লার ভাই। এসময় আরও ২জন আহত হয়েছেন।
ডাসার থানার ওসি এমদাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ