নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী বাজারে মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে মাইজদি ও চৌমুহনী থেকে ফায়ার সর্ভিসের দু’টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়. একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা মূহুর্তেই ছড়িয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতি ২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা জানিয়েছে।
মঙ্গলবার গভীর রাতে আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে, ফ্রিজ টেলিভিশন সহ ইলেট্রনিক্স সামগ্রির একটি শো রুম, কোমল পানীয় দ্রব্যের ডিলার, তৈরী পোষাক, মুদী, চালের আড়ৎ, সবজির আড়ৎ, ঔষধ, কনফেকশনারী সহ ২৫টি দোকান ।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-০৭