জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বীরগোপালপুর গ্রামে বাল্যবিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় কন্যা সুবর্ণার (১৪) পিতা লুৎফর রহমান, খালু রঞ্জু মিয়া ও কাজী আমিনুল ইসলামকে জরিমানা করেছে আদালত।
এদের মধ্যে পিতা লুৎফর রহমানকে তিন হাজার, খালু রন্জু মিয়াকে পনেরো হাজার ও ফুলকুচা গ্রামের কাজী আমিনুল ইসলামকে পনেরো হাজার টাকা অর্থ দণ্ড দেয়া হয়। আজ ভ্রাম্যমাণ আদালতের মেজিষ্ট্রেট মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান এ অর্থ দণ্ড দেন।
জানা যায়, মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুবর্ণার ইচ্ছার বিরুদ্ধে ফাজিলপুর গ্রামে জোয়ারদার আকন্দের প্রবাসী ছেলে খায়রুলের সাথে বিয়ে ঠিক করে।
সুবর্ণা বিয়েতে রাজি না থাকায় তার পিতা রশি দিয়ে তার হাত-পা বেঁধে তাকে শারীরিক নির্যাতন করে। পরে ঐ ছাত্রী বিষয়টি তার প্রধান শিক্ষক রায়হান রহমতুল্যাহ রিমুকে জানালে তিনি থানায় খবর দেন। পরে থানার ওসি রামপদ মন্ডলের নেতৃত্বে বাল্যবিয়ে বন্ধ করে মেয়ের পিতা, খালু ও কাজীকে আটক করে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-০৮