চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনী কাজে পুুলিশের বাস রিকুইজিশন করা নিয়ে আনির্দিষ্ট কালের আন্তজেলা পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে মেহেরপুর বাস ও মিনিবাস মালিক সমিতি।
আজ সকাল ৮ টার দিকে এ পরিবহন ধর্মঘটের ডাক দেন মেহেরপৃুর আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতারা।
মালিক ও শ্রমিক সমিতি জানায়, গত ২৩ এপ্রিল ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার বাইরে পুলিশ পাঠানোর জন্য কয়েকটি বাস রিকুইজিশন করে জেলা পুলিশ। সে সময় বাসের চালক, হেলপারদের কোন প্রকার খাবার ও ভাতা প্রদন করেনি।
এজন্য পরবর্তী নির্বাচনে বাস না দেয়ার কথা পুলিশকে জানানো হয় মালিক সমিতির পক্ষ থেকে। এ ঘটনায় পুলিশ ক্ষিপ্ত হয়ে বুধবার সকাল ৭ টার দিকে মেহেরপুর পুলিশ লাইনের সামনে যাত্রীবাহি ৩টি বাস থেকে যাত্রী নামিয়ে জোরপূর্বক রিকুইজশন করে। এর প্রতিবাদেই এ ধর্মঘট ডাকা হয়েছে।
জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, রিকুইজশন দেয়া বাসের শ্রমিকদের ভাতা ও খাবার না দিয়ে আবারো জোর পূর্বক রিকুইজিশন করার প্রতিবাদে মালিক সমিতির সদস্যরা পরিবহন ধর্মঘট ডেকেছে।
এ ব্যাপারে পুলিশ সুপার হামিদুল আলম বলেন, গত নির্বাচনের সমস্যা মিটে গেছে। এবার তাদের রিকুইজিশন করা বাসের শ্রমিকদের ভাতা ও খাবার দেয়া কথা বলা হয়েছিল। সে ভাবেই সকালে ৩টি বাস রিকুইজিশন করা হয়। পরে খবর পাই এর প্রতিবাদের মালিক সমিতি পরিবহন ধর্মঘট ডেকেছে। পরিবহন মালিকদের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচলের ব্যবস্থা করা হবে বলে তিনি জানান।
এদিকে হঠাৎ করে জেলা জুড়ে পরিবহন ধর্মঘট ডাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-০৯