পঞ্চগড়ে টোল আদায়কে কেন্দ্র করে কাঁচা বাজার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে ব্যবসায়ীরা । আজ সকাল থেকে অনির্দিষ্ট কালের জন্য দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয় তারা । এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
বিশেষ করে গ্রামীণ কৃষকরা উৎপাদিত পন্য নিয়ে রিতীমত বিপদে পড়েছেন। কাঁচামাল কোথাও বিক্রী করতে পারছেনা তারা । ফলে উৎপাদিত শাক-সবজি পচে যাচ্ছে। কেউ কেউ অল্প মূল্যে তা বিক্রী করে দিচ্ছেন।
ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে বিক্রেতার কাছে টোল আদায় না করে ক্রেতা ব্যাবসায়ীদের কাছে টোল আদায় করছে বাজার কতৃপক্ষ । এ নিয়ে পৌরসভা এবং ইজারাদার কতৃপক্ষকে বার বার অভিযোগ করা হয়। কিন্তু বিষয়টির সমাধান না করে অতিরিক্ত টোল আদায় করছে ইজারাদার কতৃপক্ষ ।
প্রত্যেক পিকআপ প্রতি ১৬ টাকা টোল নেয়ার কথা থাকলেও তারা ৫ শ থেকে ১ হাজার টাকা আদায় করে। ব্যবসায়ীরা জানান, মাত্র ৭৬ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চগড় বাজার ইজারা নেয় অগ্রদূত সমিতি। অগ্রদূত সমিতির হয়ে টোল আদায় করে ব্যবসায়ী ছিদ্দিক এর নেতৃত্বে কয়েকজন । তারা বিভিন্ন সময় ভয় ভিতী দেখিয়ে অতিরিক্ত টোল আদায় করে আসছে ।
কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল বাসার বাদশা জানান, ‘ইজারাদারের পক্ষে ছিদ্দিক এবং তার দলের লোকেরা অতিরিক্ত টোল আদায় করছে । তিনি বলেন, কৃষক শাক-সবজি বিক্রী করছে। টোল তাদের কাছেই নেয়া উচিত । তা না করে ব্যবসায়ীদের কাছে টোল নেয়া হচ্ছে । এদিকে টোল আদায়কারী ছিদ্দিক জানান, ‘এর আগের বছর আবুল বাসার টোল আদায় করেছিল। এবার সে টোল আদায়ের কাজটি না পেয়ে ব্যবসায়ীদের নিয়ে দল পাকিয়ে আন্দোলন করছে। এর আগে যেভাবে টোল আদায় করা হয়েছিল সেভাবেই আদায় করা হচ্ছে।
ইজারাদার অগ্রদূত সমিতির পক্ষে হান্নান শেখ জানান, সরকারি নিয়ম নিতীমালা মেনেই টোল আদায় করা হচ্ছে । কিছু ব্যবসায়ীর স্বার্থের হানী হওয়ার কারনেই এই আন্দোলন।
এদিকে কৃষকরা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে টোল আদায়কে কেন্দ্র করে আন্দোলনের ফলে মারাত্বক ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। মাঠ থেকে বিক্রির জন্য সবজি তোলা হলেও তা এখন পঁচে যাচ্ছে । ১ টাকা কেজী দরে ঢেড়স, বেগুণ বিক্রী করতে হচ্ছে। তারা জানান, মাঠ থেকে শাক সবজি তুলে এনে পরিবহন এবং আড়তদার কে টাকা দিয়ে এমনিতেই খুব বেশী লাভ থাকেনা । তার উপর টোল দিতে হলে কৃষকেরা ক্ষতির সম্মুক্ষিন হবে।
হাড়িভাসা এলাকার লাউ চাষী মানিক হোসেন আজ সকালে ৫০ মণ লাউ বিক্রী করতে এলে বাজার বন্ধের কথা জানতে পারে। এসময় তিনি বলেন,‘ বাজার চালু থাকলে প্রতি লাউ ২০/২৫ টাকা দরে বিক্রী হত। বাজার বন্ধ হওয়ায় কেউ কিনছেনা। কাল পর্যন্ত চললে লাউগুলো পঁচে যাবে।
এ ব্যাপারে পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম জানান, ‘ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে টোল আদায়ের দাবী জানিয়েছে । এটা অযৌক্তিক । সরকারি নিয়মও নয়। ব্যবসায়ীরা না বুঝলে কৃষক এবং ভোক্তাদের কথা বিবেচনা করে বিকল্প বাজার বসানোর উদ্যোগ নেয়া হবে।’
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-১২