ঝিনাইদহের শৈলকুপায় এক বাড়িতে ডাকাতির সময় ৪ তরুণকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৮১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামে নিমাই চন্দ্রের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় আহত হয়েছেন গৃহকর্তা নিমাই চন্দ্র। আটক ৪ ডাকাত কলেজ ছাত্র বলে জানিয়েছে। তারা পুলিশের কাছে ডাকাতির কথা স্বীকার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, খড়িবাড়িয়া গ্রামের চৌকিদার নিমাই চন্দ্রের বাড়িতে রাত ১টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়ির সদস্যদের বেঁধে ফেলে ও একজনকে মারপিট করে। এরপর বাড়ি থেকে নগদ লক্ষাধিক টাকা ও কয়েকটি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এসআই ইকবালের নেতৃত্বে একদল পুলিশ গ্রামবাসি সুমন, নাহিদ, শুভ ও সুমন আলী নামে ৪ তরুণকে ধরে ফেলে।
আটককৃতরা হলেন: তামিনগরের কুবাদ আলীর ছেলে সুমন আলী( ১৭), বাহির রয়েড়া গ্রামের আতিয়ারের ছেলে নাহিদ মল্লিক (১৮), রফিকুল ইসলামের ছেলে শুভ আহমেদ(১৮) ও একই গ্রামের নুরান শেখের ছেলে সুমন আলী (১৭)। তারা সবাই শৈলকুপার সিটি কলেজ ও শৈলকুপা বিএলকে কলেজের ছাত্র।
খড়িবাড়িয়া গ্রামের নিমাই চন্দ্র জানান, রাতে ৭/৮ জনের একদল তরুণ ছুরি, তরবারি, হাতুড়িসহ দেশীয় নানা ধরনের অস্ত্র-শস্ত্র নিয়ে তাদের ঘরে ঢুকে পড়ে। এরপর সবাইকে দড়ি দিয়ে বেঁধে লক্ষাধিক নগদ টাকা ও কয়েকটি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তাদের হামলায় গৃহকর্তা নিমাই চন্দ্র আহত হন। পরে পুলিশ ও গ্রামবাসী ডাকাতদলের ৪ জনকে ধরে পুলিশে সোর্পদ করে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ