ব্র্যাক ব্যাংকের মাগুরা শাখায় নগদ ২ লাখ টাকা চুরি করে পালানোর সময় ব্যাংকের সিকিউরিটি গার্ডের হাতে এক চোরকে হাতেনাতে ধরে ফেলেছে। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ধৃত চোর নজরুল ইসলাম (৩৫) খুলানার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
সিকিউরিটি গার্ড জয়দেব জানায়, ব্যাংকের কাস্টমার সিরিজ চন্দ্র বিশ্বাস টাকা জমা দিতে আসলে সুকৌশলে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছিলেন নজরুল। এসময় ব্যাংকের ভিতর চিৎকার শুনে এগিয়ে এসে হাতেনাতে চোরকে ধরে ফেলেন তিনি।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই তারা পুলিশকে খবর দেয় ও অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নজরুলকে আটক করে ও চুরির টাকা উদ্ধার করে। নজরুল বিভিন্ন থানায় একাধিক মামলার আসামি বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ