নীলফামারীতে জাল নোট তৈরীর দায়ে এমএ বাদশা ঢালী নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহবুবুল আলম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাদশা ঢালী জেলার সৈয়দপুর উপজেলার ইসলামবাগের মৃত ওয়াহেদুন্নবীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৭ জুলাই গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ শহরের একটি ভাড়া বাড়ি থেকে ৬টি পাঁচশ’ টাকার জাল নোট এবং জাল নোট তৈরীর সরঞ্জামসহ বাদশা ঢালীকে গ্রেফতার করে। এ ঘটনায় পরের দিন সৈয়দপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় মামলা দায়ের করেন ওই থানার উপ-পরিদর্শক রাশেদুজ্জামান।
মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক মো. মাহবুবুল আলম ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ও (গ) ধারায় এ রায় দেন।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ