পিরোজপুরে পরকীয়ার জেরে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ ৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া বুধবার এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন: নিহত মানিক মাঝির স্ত্রী শিউলি বেগম, আসাদ মাঝি, গাজী ফরিদ আহম্মদ ও বেলাল গাজী। চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণার সময় একমাত্র শিউলি বেগম আদালতে উপস্থিত ছিলেন। বাকি ৩ জন পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারোন এলাকার বাসিন্দা মানিক মাঝিকে ২০১০ সালের ২৫ মে রাতে তার স্ত্রী শিউলি বেগম জুসের সাথে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে। এরপর তার প্রেমিক আসাদ মাঝিসহ অন্যদের সহযোগিতায় স্বামী মানিক মাঝিকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত মানিক মাঝির ভাই মিজানুর রহমান বাদি হয়ে জিয়ানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলাটি পরে ডিবিতে হস্তান্তর করা হয়।
ডিবির তৎকালীন উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তদন্ত শেষে নিহত মানিক মাঝির স্ত্রী শিউলি বেগম ও তার পরকীয়া প্রেমিক আসাদ মাঝি, ভারাটিয়া খুনি গাজী ফরিদ আহম্মদ ও বেলাল গাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালতে সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আদালত চারজনকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ