চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের ভিটাখোলা মাঠ থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের শরীরে চেক শার্ট, কমলা রঙের লুঙ্গি এবং গলায় একটি তাবিজ রয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ বুধবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজ্জাম্মেল হক জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে ভিটাখোলা মাঠের রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসাপাতাল মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দু’একদিন আগে অজ্ঞাত ওই যুবককে অন্য কোথায় হত্যা করে লাশটি ঘটনাস্থলে ফেলে যাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ