ঠাকুরগাঁওয়ে সরকারি খাদ্য গুদামে গম ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে গম ক্রয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
চলতি বছরে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৮ টাকা কেজি দরে ৩০ হাজার ২শ ১০ মেট্রিক টন গম ক্রম করবে খাদ্য বিভাগ।
পরে এক আলোচনা সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক চৌধুরী মোসাব্বের হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি সরকার আলাউদ্দিন, সদর এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ