ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন।
বুধবার দুপুরের উপজেলার সাহেবগঞ্জ বাজারের জনতা হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের জামিরতা গ্রামের আদোস মন্ডলের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, রায়গঞ্জের কৃষ্ণপুর থেকে ধানের বস্তা বোঝাই ট্রাকটি শাহজাদপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের উপরে থাকা শ্রমিক আনোয়ার মারা যায়। আহত হয় আরও অনন্ত ৭জন। লাশ ও ট্রাকটি উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ আফরোজ