চাঁপাইনবাবগঞ্জে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত ইমন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চকআলমপুর গ্রামের মোঃ বাবুর ছেলে।
আজ বুধবার সকাল ৬ টার দিকে চকআলমপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার এসআই রজব জানান, সকাল ৬ টার দিকে ইমন বাড়ির পার্শ্ববর্তী একটি বাগানে আম কুড়াতে যাওয়ার সময় পার্শ্ববর্তী একটি মুরগীর খামারের বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে যায়।
পরবর্তীতে গুরুতর অবস্থায় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে ইমন মারা যায়। পরে পুলিশ ইমনের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে, ২০১৬/ হিমেল-২২