ময়মনসিংহের ফুলপুরে আজ বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় মতিউর রহমান নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার ময়মনসিংহ-শেরপুর সড়কের সাহাপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। নিহত ওই ট্রাক চালকের বাড়ি শেরপুর জেলা সদরের বয়রাপরানপুর গ্রামে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি মালবাহী ট্রাক শেরপুর যাওয়ার পথে সাহাপুর নামকস্থানে ধান বোঝাই ভটভটি ও পরে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক মারা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে লাশটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ