বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শটিখোলা এলাকা থেকে স্কুলছাত্র ওয়াসিম হোসেন মৃধা (১৩) নিখোঁজের ঘটনায় জড়িত সন্দেহে তার দুই সহপাঠীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
নিখোঁজের ৪দিন পর গত মঙ্গলবার রাতে ঢাকার সদরঘাট থেকে তাদের আটক করে বুধবার সকালে তাদের বাকেরগঞ্জের চরামদ্দি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে অপহৃত ওয়াসিমের স্বজনরা। এরা হলো নাইম হোসেন ও শাহ সুলতান। নিখোঁজ ওয়াসিম বরিশাল সদর উপজেলা তালুকদার হাট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র।
ওয়াসিমের বাবা শহিদ মৃধা জানান, গত ২৯ এপ্রিল রাতে তার ছেলে ওয়াসিম নিখোঁজ হয়। মঙ্গলবার রাতে সে ঢাকার সদরঘাটে বরিশালগামী বিভিন্ন লঞ্চে নিখোঁজ ছেলের সন্ধান করতে থাকেন। এ সময় ওয়াসিমের দুই সহপাঠী নাইম ও সুলতান তাকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। লঞ্চ যাত্রীদের সহায়তায় ওই দুই জনকে আটক করে লঞ্চযোগে বরিশাল এনে বুধবার তাদের বাকেরগঞ্জের চরামদ্দি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন।
চরামদ্দি পুলিশ ফাঁড়ির এসআই মশিউর রহমান জানান, আটককৃতরা গত ২৯ এপ্রিল ওয়াসিমকে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় নিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানায়, ঢাকা নিয়ে যাওয়ার পর একটি আবাসিক হোটেলে নিয়ে এক হিন্দু ব্যক্তির কাছে ওয়াসিমকে তারা বিক্রি করে দিয়েছে। ওই সময় তাদের কিছু টাকা দিয়েছে। বাকি টাকা বিকাশের মাধ্যমে পাঠানোর কথা। ওয়াসিমকে উদ্ধারের জন্য আটককৃতদের নিয়ে আজ দুপুরে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন এবং দ্রুততম সময়ের মধ্যেই ওয়াসিমের সন্ধান পাওয়া যাবে বলে আশা করছেন এসআই মশিউর।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন