রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠাণ্ডাছড়ি গ্রাম থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ঠাণ্ডাছড়ি গ্রামের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সকালে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ হতে পারে। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। এছাড়া মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে ওই এলাকায় দেখা গেছে বলেও অনেকে জানান।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন