চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে আরিফ আলী (২৪) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত আরিফ আলী কানসাট ইউনিয়নের শিকারপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ৮টায় দাইপুখুরিয়া ইউনিয়নের ঘোষলাদহ বিল এলাকায়।
নিহতের ছোট ভাই করিম আলী জানান, নিজ জমিতে আরিফ আলী কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
অন্যদিকে শিবগঞ্জে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মাজেদা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রী আহত হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাজেদা খাতুন সোনামসজিদ এলাকার মইদুলের মেয়ে ও কামালপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
আজ বুধবার সকাল ৯টার দিকে ওই এলাকায় ঝড় আসলে মাজেদা বাগানে আম কুড়াতে যায়। এসময় বজ্রপাত তার শরীরে পড়লে সে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৪ মে ১৬/ সালাহ উদ্দীন