রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে ওই ৩ শিশুর মৃতদেহ বাড়ির পার্শ্ববর্তী ওই পুকুর থেকে উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বেলদি এলাকার মজিবুর রহমানে নামে এক জনৈকের বাড়ির সামনের একটি নালা পুকুরে আজ দুপুরে একদল শিশু গোসল করতে নামে। এর মধ্যে শিশু হাবিবা, মাকসুদা ও মাসুদা পানিতে তলিয়ে যায়। পরে বিকেল ৫টার দিকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত ৩ শিশু হলো বেলদি এলাকার হাফিজ উদ্দিনের মেয়ে হাবিবা (১০), মাসিকুর রহমানের দুই মেয়ে মাকসুদা (৭) ও মারিয়া (৯)। তারা ৩ জনই বেলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় বেলদি এলাকায় শিশুদের পরিবারের মাঝে শোকের মাতম চলছে।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ