নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে একটি ভোজ্য তেলবাহি ট্রাক তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ট্রাকটি জব্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আজ বুধবার সকালে চট্রগ্রাম থেকে সয়াবিন তেল বোঝাই একটি ট্রাক নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ট্রাকটি তল্লাশি করলে চালকের সিটের নিচ থেকে চার প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোবারক হোসেন ও বড়াইগ্রাম সার্কেলের এএসপি শফিকুল ইসলামের উপস্থিতিতে উদ্ধারকৃত প্যাকেট গণণা করে ৪০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
আটককৃতরা হলেন ট্রাক চালক রাজশাহীর রাজপাড়া থানার লক্ষীপুর ঘোষমহল এলাকার মৃত নশু শেখের ছেলে সেলিম শেখ (৪৪), একই থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসান আলী (২৭) ও বাঘা থানার গাঁওপাড়া গ্রামের একাব্বর আলীর ছেলে কালু সরদার (৩৫)। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুরদািসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন।
বিডি-প্রতিদিন/৪ এপ্রিল ২০১৬/শরীফ