মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর হওয়ায় আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যারয় শাখা ছাত্রলীগ।
রবিবার সকাল ১১ টার দিকে ক্যাম্পাসে এ আনন্দ মিছিল করে তারা।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি বিশ্বিবিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, সহ সভাপতি আরব আলী, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, জামিলুর রেজা সেলিম, আনিচুর রহমান, আতাউর রহমান, মোঃ রেদোয়ান, সাংগাঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, নোমান, প্রচার সম্পাদক ফাহিমুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা মোশিউর রহমান পলাশ, আঃ রহিম, মেহেদী হাসান, নাজমুলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মিছিল থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সরকারের কাছে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সকল রাজাকারের ফাঁসি কার্যকর এবং বাংলার মাটি থেকে অতিদ্রুত জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি জানান।
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন