পাওনা টাকা চাওয়ায় ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে চাঁপাইবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী দূর্গম নারায়নপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামে।
জানা গেছে, নারায়নপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বাহার উদ্দিনের ছেলে রনির (৩০) কাছে একই ওয়ার্ডের সাবেক মেম্বার মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন শুকুরের ছেলে ডালিম আড়াই হাজার টাকা পেত। বুধবার সকাল ৯টার দিকে ডালিম রনির কাছে ওই পাওনা টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রনি তার ৮/১০ বন্ধুকে সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ডালিমকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় ডালিমকে রক্ষার জন্য তার অপর ৩ ভাই বকুল (৪০), টিয়া (২৫) ও টেক্কা (২২) এগিয়ে আসলে তাদেরও কুপিয়ে আহত করা হয়। এদের মধ্যে বকুল ও ডালিমকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ওসি মোঃ মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না জানান।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন