বগুড়ার শেরপুরে জনপ্রতিনিধিদের নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী মতবিনিময় সভা করা হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র-কাউন্সিলর, ১০ইউনিয়নের চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যরা অংশ নেন। গতকাল বুধবার দুপুরে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কমিটির সদস্য সচিব মজিবর রহমান মজনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক (প্রশিক্ষণ) ড. একেএম জাকারিয়া, উপজেলা চেয়ারম্যান দবিবুর রহমান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান শফিক। আ.লীগ নেতা আহসান হাবিব আম্বীয়া, গৌরদাস রায় চৌধুরী, মোহাম্মদ আলী মন্টু, আবু সাঈদ, শফিকুল ইসলাম রাঞ্জু, আবুল কালাম আজাদ, সুবোধ চন্দ্র, আল আমিন, দবির উদ্দিন, আব্দুল ওহাব, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন, কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, নিমাই ঘোষ, ইউপি সদস্য আব্দুর রহিম তারা, আবু জাফর সিদ্দিকী, মাহমুদুল হাসান লিটন, রেজাউল করিম, জেসমিন আক্তার, হাবিবা হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ তাফসীর