সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আসামি আবু ওবায়াদা হারুনকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি পালের আদালত এই আদেশ দেন। সে পুলিশ সদর দপ্তরের তালিকাভূক্ত জঙ্গি ও জেএমবি সদস্য।
আদালত সূত্রে জানাযায়, ফেনীর একটি হত্যা মামলায় পুলিশ আবু ওবায়াদা হারুনের ১৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে শহরের ট্রাংক রোড থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরের দিন পুলিশ আদালতে রিমান্ড আবেদন করলে আদালত বুধবার শুনানির দিন ধার্য্য করেন।
জঙ্গি হারুন ২০০১ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা মামলার আসামী। তার বিরুদ্ধে দুটি হত্যা ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলাসহ ৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের মধ্যম চর চান্দিয়া গ্রামের মাও. হাবিব উল্যাহর বাড়ির আবু তৈয়ব ওরফে তৈয়ব মাওলানা ওরফে গোলাম কিবরিয়ার ছেলে।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন