কলেজছাত্রী এবং যুবতীকে উত্ত্যক্তের ঘটনায় দিনাজপুরের বিরামপুরে মোঃ সেলিম (২৮) ও মোঃ বাবু (২৫) নামে দুই বখাটের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
দণ্ডপ্রাপ্ত মোঃ সেলিম বিরামপুর উপজেলার দওলাপাড়া গ্রামের মোজাফফর রহমানের ছেলে এবং মোঃ বাবু রংপুরের বদরগঞ্জ উপজেলার লালবাড়ি চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে ১টায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস,এম, মনিরুজ্জামান আল মাসউদ ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।
বিরামপুর থানার ওসি মোঃ মকলেছুর রহমান জানান, বুধবার সকালে বিরামপুর মহিলা কলেজ এলাকায় ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় সেলিমকে এবং একই দিন সকালে ধানজুড়ি গ্রামে এক যুবতীকে উত্ত্যক্ত করার সময় বাবুকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক দুই বখাটের ৬ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন