ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মতিউর রহমান তালুকদার (মতি) নামে এক ইউনিয়ন যুবলীগ সভাপতির মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মতি নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
স্থানীয়রা জানান, বিকেলে গোদন্ডা গ্রামের নিজ বাড়ির বিদ্যুতের লাইনে কাজ করার সময় মতি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটির একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ২১ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন