জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকার একটি ড্রেন থেকে বুলু মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
মৃত বুলু মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা দক্ষিণ পাড়ার তমিজ উদ্দীনের ছেলে।
নিহতের স্ত্রী রূপালী বেগম জানান, গত মঙ্গলবার রাত ৭টার দিকে তার স্বামী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সর্বশেষ বৃহস্পতিবার জয়পুরহাট শহরের জানিয়ার বাগান মহল্লার পানি নিষ্কাসনের ড্রেনে তার লাশ পাওয়া যায়।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, প্রাথমিকভাবে সূরতহাল রিপোর্টে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে এ মৃত্যুর মূল রহস্য।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ