চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মাঠ থেকে ৫৬ লাখ টাকা মূল্যের ভারতীয় যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার সকালে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। আজ দুপুরে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ আমির মজিদ জানান, গোপন সংবাদে কুড়ালগাছি গ্রামে অভিযান চালিয়ে ৫৬ হাজার পিচ সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার