ঝিনাইদহের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে দুই জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতার খবর পেয়ে ঝিনাইদহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় ওয়ার্ড জামায়াতের রোকন আব্দুল আলিম ও কর্মী রেজাউল ইসলামকে শহর থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিশেষ অভিযানে সদর থেকে আরও ১২ জন, শৈলকুপা থেকে নয়জন, হরিণাকুন্ডু থেকে চারজন, কোটচাঁদপুর থেকে দুইজন, মহেশপুর থেকে পাঁচজন এবং কালীগঞ্জ থেকে আটজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ