গাইবান্ধা শহরের সরকার পাড়ায় একটি ছাত্রাবাসে মাসুদ রানা নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরকার পাড়ার স্মরণিকা ছাত্রাবাস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মাসুদ রানা সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডল পাড়ার শাহজামাল মিয়ার ছেলে।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, গাইবান্ধা সরকারি কলেজের ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র মাসুদ রানা প্রতিদিনের মতো গত রাতে ছাত্রাবাসে তার কক্ষে ঘুমাতে যায়। আজ সকালে তার ঘুম থেকে উঠতে দেরি হলে ডাকাডাকি করেও সহপাঠীরা কোনো সাড়া পাননি। পরে তারা বুঝতে পারেন মাসুদ রানা বেঁচে নেই।
খবর পেয়ে পুলিশ মাসুদ রানার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ