কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার শিকারিপাড়া গ্রামে নরসুন্দা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) দিখন্ডিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য এটি কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, আজ দুপুরে স্থানীয় লোকজন নদীতে কঙ্কালটি দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেয়ে এটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এটির দেহ থেকে মাথা আলাদা ছিল। কঙ্কালটি অন্তত ১৫ দিন আগের বলে পুলিশের ধারণা। শিয়াল- কুকুরে খেয়ে ছিন্নভিন্ন করায় মরদেহটি অনেকটা কঙ্কালে পরিণত হয়ে গেছে। এর ফলে তার পরিচয় শনাক্ত করা কঠিন হবে বলে পুলিশ জানায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার