পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে আমেনা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের ঠুনঠুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনা খাতুন ওই এলাকার আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই খেলছিল আমিনা। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরের পানিতে আমিনাকে হাবুডুবু খেতে দেখে পরিবারের লোকজন পুকুরে নেমে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম পুকুরের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন