রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক পাচারকারীসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে গোদাগাড়ী উপজেলার চরহনুমন্তনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে সাহেবনগর সীমান্ত ফাঁড়ির টহল দল হাবিলদার স্বাধীন চন্দ্রসহ কয়েকজন সদস্য গোদাগাড়ীর চরহনুমন্তনগর এলাকার সীমান্ত পিলার ৪৫/১-এস এর পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় টহল দলের সদস্যরা পাচারকারী গোদাগাড়ীর কানাপাড়া গ্রামের মৃত বিশু শেখের ছেলে টিটু শেখকে (৩০) আটক করে। এক পর্যায়ে টিটু শেখের নিয়ন্ত্রণে থাকা ১৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শাহজাহান সিরাজ জানান, আটককৃত পাচারকারীসহ সকলকে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার