নাশকতাসহ বিভিন্ন মামলায় জেলার চিরিরবন্দর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি চিরিরবন্দরের পুনট্রি ইউনিয়নের করঞ্জি এলাকার ডা. জামালউদ্দীনের ছেলে।
বৃহস্পতিবার চিরিরবন্দর উপজেলার আমতলীবাজারে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চিরিরবন্দর থানার ওসি মো. আনিছুর রহমান আটকের সত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে গত জাতীয় নির্বাচনে কেন্দ্র পোড়ানো, নাশকতাসহ ৩টি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২২ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন