বগুড়া শহরের চকসূত্রাপুর সুইপার কলোনীর যুবক রনি হত্যা মামলায় অভিযুক্ত আসামি সিবাহারি (৫০) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। আসামি সিবাহারি শহরের চকসূত্রাপুর এলাকার সুইপার কলোনির ঘুতরা হারির পুত্র।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৪ এপ্রিল চকসূত্রাপুর সুইপার কলোনির রবিয়া বাশফোঁড়ের পুত্র রনির (২০) সাথে সিবাহারির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিবাহারি ছোরা দিয়ে রনিকে আঘাত করে। পরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনি মারা যায়।
এ ব্যাপারে নিহত রনির মা রিতা রানী বাশফোঁড় বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে এস আই নূর হোসেন ২০০৫ সালের ২৮ জুন চার্জশীট দাখিল করেন। আসামি সিবাহারি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের পর এ রায় কার্যকর হবে। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অতিরিক্ত পিপি এড. মকবুল হোসেন মুকুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার