নারায়নগঞ্জের রূপগঞ্জে সবুজ (৩০) ও ইমরান (২১) নামে দুই মাদক সেবনকারীকে ৬ মাস করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম এ দণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো, উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার আতর মিয়ার ছেলে সবুজ ও একই এলাকার জয়নাল মিয়ার ছেলে ইমরান। এর আগে বৃহস্পতিবার সকালে সবুজ ও ইমরানকে মাদক সেবন করা অবস্থায় আটক করে পুলিশ। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার