বাগেরহাটের ফকিরহাটে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ফকিরহাট উপজেলার বেতাগা ধনপোতা মাদ্রাসা এলাকা থেকে বখাটে মইনুল মোড়লকে (৩২) গ্রেফতার করা হয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ফকিরহাট উপজেলার ধনপোতা গ্রামের ইনামুল শেখের শিশু কন্যা (১১) বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ধনপোতা মাদ্রাসার কাছে পৌঁছলে, একই এলাকার তালেব মোড়লের ছেলে মইনুল মোড়ল (৩২) তাকে ঝাপটে ধরে যৌন হয়রানির চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে বখাটে পালিয়ে যায়।
পরে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মামলা করলে পুলিশ দুপুর অভিযান চালিয়ে বখাটে মইনুল মোড়লকে গ্রেফতার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার