বরিশালের বানারীপাড়া লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ সদ্য বিবাহিত মো. বেল্লালের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে একই নদীর ব্রাক্ষ্মনকাঠী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বেল্লাল একই উপজেলার খেজুরবাড়ি এলাকার আবু বক্করের ছেলে।
স্থানীয়রা জানান, গত বুধবার রাতে বানারীপাড়া লঞ্চঘাট থেকে এমভি মর্নিংসান লঞ্চটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিতে পেছনের দিকে চালিয়ে ঘোরাচ্ছিলো। এ সময় লঞ্চের পেছনে থাকা একটি নৌকা লঞ্চের ধাক্কায় ডুবে যায়। নৌকায় থাকা সদ্য বিবাহিত বেল্লাল ও তার স্ত্রী রেশমা সহ ৭ যাত্রী নদীতে পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় অন্যান্যরা তীরে উঠতে সক্ষম হলেও বেল্লাল নিখোঁজ হয়। বিকেলে একই নদীর ব্রাক্ষ্মনকাঠী এলাকায় একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। এ সময় বেল্লালের স্বজনরা তার লাশ সনাক্ত করেন।
বানারীপাড়া থানার এসআই মো. রুহুল জানান, লঞ্চের কাগজপত্র জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সময় লঞ্চে যাত্রী থাকায় লঞ্চটি ছাড়ার অনুমতি দেয়া হয়। লঞ্চের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা যায়, গত ৪ দিন আগে বেল্লাল বিয়ে করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার