ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে ট্রাক-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু'জন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন - সীতাকুণ্ড উপজেলার মৃত আলমগীর হোসেনের ছেলে মো. নুর উদ্দিন (২৭) ও মিরসরাইয়ের মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত সৈয়দুল হকের পুত্র মো. মোশারফ (৩২)। দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি উদ্ধারের পর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, দুর্ঘটনার পর আহতাবস্থায় উদ্ধারের পর দু'জনকে হাসপাতালে পাঠানোর পথে একজনের মৃত্যু হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরদেহ হাসপাতালে আছে। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ