বগুড়ার ধুনট উপজেলায় আবুল হোসেন (৪৫) নামে এক ভ্যানচালককে কুপিয়ে তার ভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ধুনট-গোসাইবাড়ি রোডের চরকাদহ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।
চালক আবুল হোসেন ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের মৃত আলী মুদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে যাত্রী সেজে অপরিচিত ৪ ছিনতাইকারী অটোভ্যানটি রিজার্ভ নিয়ে ধুনট শহর থেকে গোসাইবাড়ি বাজারের দিকে রওয়ানা হয়। পথিমধ্যে চরকাদহ ব্রিজের ওপর চালক আবুল হোসেনকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।
গভীর রাতে রাস্তার পাশে গোঙ্গানির শব্দ শুনে পথচারীরা মুমূর্ষু অবস্থায় ওই ভ্যানচালককে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পথচারীরা।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসেন সনি জানান, ধারলো অস্ত্রের আঘাতে চালক আবুল হোসেনের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ