ঠাকুরগাওয়ের রানীশংকৈলে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে সেতাব আলী (৪০) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার স্ত্রী রেখা বেগম। ঘাতক জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে রানীশংকেল উপজেলার কলিগাও গ্রামে এই ঘটনা ঘটে।
রানীশংকৈল থানার এসআই জায়েরুল ইসলাম জানান, প্রতিবেশী ইদরিশ আলীর ছেলে জসিম সকালে বাড়িতে ঢুকে সেতাবকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে পালানোর চেষ্টা করে। এ সময় নিহতের স্ত্রী রেখা বেগম তাকে জাপটে ধরে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পূর্ব শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ