নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলার বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবদুল্লাহ বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে রাজু ও মনির নামের দু'জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এটি চোরাই মোটরসাইকেল বলে সন্দেহ করছে পুলিশ। তাছাড়া গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় আরও কয়েকটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ