সৌদি আরবে আগুনে পুড়ে নিহত শ্রমিক আমিনুল ইসলামের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ভাটোপাড়া গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে একই গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
আমিনুল ইসলাম খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
গত ১০ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কাজ করার সময় আগুনে দগ্ধ হয়ে আমিনুল ইসলামের মৃত্যু হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান জানান, বৃহস্পতিবার বিকেলে মরদেহ হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। এরপর রাত ৮টায় স্বজনরা তার মরদেহ নিয়ে গ্রামের উদ্দেশে রওনা দেন। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিহতের মরদেহ তার বাড়িতে পৌঁছায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ