নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নে স্ত্রী রিনা আক্তারকে (২৩) হত্যার অপরাধে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে ওই ইউনিয়নের হরইল্লা বাড়ী থেকে পুলিশ রিনার মৃতদেহ উদ্ধার করে। রিনার বাড়ি বেগমগঞ্জ উপজেলার নরত্তোমপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬-৭ বছর আগে নাটেশ্বর গ্রামের গিয়াস উদ্দিনের সাথে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বাশুড়ি তাকে শারীরিকভাবে নির্যাতন করে। বৃহস্পতিবার রাতেও স্বামী ও শ্বাশুড়ি মিলে রিনার ওপর নির্যাতন চালায়। চেতনাহীন রিনাকে পরে ঘরের সিলিংয়ের সাথে ঝুলিয়ে রাখে সেটাকে আত্মহত্যা করেছে বলে প্রচার করার চেষ্টা চালানো হয়।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা