সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সংসদের পাঁচ বছর পূর্তির আগে তিন মাসের মধ্যে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে সরকার বা আওয়ামী লীগে আগাম বা মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই।
শুক্রবার নোয়াখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের আগামী জাতীয় সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে দলের সভাপতিমণ্ডলীর এই সদস্য জানান, নবীন-প্রবীনের সংমিশ্রনে দলকে ঢেলে সাজানো হবে।
বিডি প্রতিনিধি/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা