লক্ষীপুর জেলায় সদর হাসপাতালের অব্যবস্থাপনায় কাউসার হামিদ নামের এক স্কুল ছাত্রের মৃত্যুর অভিযোগ ওঠেছে। সড়ক দুর্ঘটনায় আহত ওই ছাত্রকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাউসারের। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ২০ হাজার টাকা দিয়েছে উপজেলা প্রশাসন।
নিহত কাউসার সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। কাউসারের মৃত্যুর ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণ থেকে হেলাল, ইসমাইল ও শামীম নামের তিন দালালকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন রোগী মৃত্যুর বিষয়টিকে অনাকাঙ্খিত উল্লেখ করে জানান, রোগীর অবস্থা ভালো ছিল না, উন্নত চিকিৎসা হলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব ছিল।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন সঙ্গে বৈঠক করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান ও উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বৈঠক শেষে এক মাসের মধ্যে সদর হাপাতালকে দালাল মুক্ত করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা