কক্সবাজারের টেকনাফে আচারের প্যাকেটের ভেতর লুকিয়ে পাচারকালে ৪ হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারী দুই নারীকে আটক করা হয়।
আটককৃত দুই পাচারকারী হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকার মৃত দিল মোহাম্মদের স্ত্রী মমতাজ বেগম (২৬) ও হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার মোঃ হানিফের স্ত্রী জহুরা খাতুন (২৮)।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর বিওপি চৌকির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে পৌরসভার জামেয়া মাদ্রাসা সংলগ্ন সড়ক থেকে ইয়াবাসহ তাদের আটক করে। এসময় তাদের কাছে থাকা আচারের প্যাকেটের ভিতর থেকে ৪ হাজার ৭০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ১১ হাজার ৮ শ' টাকা বলে জানা যায় । ইয়াবাসহ আটককৃত দুই নারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/হিমেল