কুমিলার চৌদ্দগ্রামে ৪শ' ইয়াবা ট্যাবলেটসহ মোটরসাইকেলআরোহী দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- পৌরসভার পশ্চিম চান্দিশকরা গ্রামের সাবেক কাউন্সিলর মমতাজ উদ্দিন মন্তু মেম্বারের ছেলে নাঈম উদ্দিন সবুজ(২৩) ও মুন্সিরহাট ইউনিয়নের বাহেরগড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে আকতার হোসেন(৪৫)। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুজন চন্দ্র মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলআরোহী তিন যুবক দেড়কোটা বাজার দিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক যুবক পালিয়ে যায়। পরে সবুজ ও আকতারকে ৪শ' ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ