কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান ভর্তি ৭৮ লাখ টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের ১ হাজার ২শ' ৪৩টি শাড়ি আটক করেছে বিজিবি। এছাড়া ৩৫ পিস ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুসকে শুক্রবার ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার শিবের বাজার ফাঁড়ির বিজিবি সদস্যরা ৩৫টি ইয়াবা ট্যাবলেটসহ জামমুড়া গ্রামের মাদক ব্যবসায়ী আবদুল কুদ্দুসকে আটক করে। শুক্রবার তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট হাজির করলে প্রমাণের ভিত্তিতে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
এর আগে কুমিল্লা বিজিবি সেক্টর সদরের অতিরিক্ত পরিচালক মোঃ নাহিদুজ্জামানের নেতৃত্বে বিজিবির একটি দল চৌদ্দগ্রাম এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি ১ হাজার ২শ' ৪৩টি ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৭৮ লাখ পনের হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল